বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ২২ জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিল ১৯ জেলায়। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়ে আরও তিন জেলায় হয়েছে একক প্রার্থী। এতে তফসিল ঘোষিত ৬১ জেলার মধ্যে ২২টিতেই চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
সারাদেশে তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গত বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৬১ জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন মোট ১৬২ প্রার্থী। এরমধ্যে ১৯টি জেলায় ছিলেন একক প্রার্থী। দুজন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ১২ জেলায়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রোববার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাইয়ে দুজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এমন তিন জেলায় তিন প্রতিদ্বন্দ্বীর প্রার্থীতা বাতিল হয়ে গেছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, যাচাই-বাছাইয়ে কুড়িগ্রাম, কুমিল্লা ও নাটোরে চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে ওই তিন জেলায় এখন একজন করে বৈধ প্রার্থী রয়েছেন।
তিনি বলেন, যাদের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছে, তারা এখন আপিল করবেন। আপিলে প্রার্থীতা ফিরে না পেলে একক প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন।
তথ্য অনুযায়ী, বাছাই শেষে ৬১ জেলায় চেয়ারম্যান পদে ১৪২ প্রার্থী বহাল রয়েছেন। এছাড়া সাধারণ পদে ১,৭৪১জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬৭৩ জন প্রার্থী রয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন কেউ প্রত্যাহার না করলে আগের ১৯ জন ও নতুন ৩ জনকে নিয়ে মোট ২২ প্রার্থীর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেতে যাওয়া জেলাগুলো হচ্ছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফেনী, ঝালকাঠি, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, বরগুনা, ভোলা, লক্ষীপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।