আন্তর্জাতিক

রাতজুড়ে লন্ডনে হাজার হাজার মানুষের ঢল

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) শেষকৃত্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটন আর্চে। সেখান থেকে রানির দেহ আনা হবে উইন্ডসোর দুর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির থাকবেন। স্বামী ফিলিপের কবরের পাশেই শায়িত থাকবে রানির কফিনও। রানিকে শেষ বিদায় জানাতে গত কয়েকদিন থেকে দেশটিতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও রাস্তায় ১৭ ঘণ্টা অপেক্ষা করে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্তরা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, রানির শেষকৃত্যের শেষদিনে হাজার হাজার মানুষ রাতজুড়ে জড়ো হয়েছে। রানিকে শেষ শ্রদ্ধা জানাতেই তারা রাতজুড়ে বিভিন্ন শিবিরে অবস্থান করেছেন।

তেমনি একজন ডেভিড (৭৯)। বিবিসি বলছে, যুক্তরাজ্যে জন্ম নেওয়া ডেভিড রানির কফিন দেখতে ১৪ ঘণ্টা ধরে অপেক্ষা করেছিলেন। এখন তিনি রানির শেষকৃত্যর জন্য অপেক্ষা করছেন।

ডেভিডের মতো আরও অনেকে রাতজুড়ে দেশটির শিবিরে অবস্থান করেছেন।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে ৯৬ বছর বয়সি এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০ বছর পর মারা যান।

Back to top button