বিনোদন

মালয়েশিয়াতেও হাউজ ফুল ‘দিন দ্য ডে’ (ভিডিও)

নিউজ ডেস্ক- মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষা অভিনীত চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’। দেশটির বিভিন্ন প্রদেশের ১৫টি হলে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবে কুয়ালালামপুরে অবস্থান করছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

সিনেমা মুক্তির পর প্রচারণার অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও মালয়েশিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনন্ত-বর্ষা।

সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, “যেখানেই বাংলাভাষাভাষি মানুষ রয়েছন সেখানেই আমরা ‘দিন দ্য ডে’ মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছি। সিনেমাটি এখনও চলছে ঢাকায়। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকের অনেক আগ্রহ ছিল। এরফলে সিনেমা হলগুলো ছিল হাউজফুল। এখন মালয়েশিয়াতেও সিনেমা হলগুলো দেখলাম হাউজফুল। এমনকি ৮ স্ক্রিনে দেখানোর পরও বাইরে শত শত মানুষ দাড়িয়ে ছিল টিকিট নেওয়ার জন্য। এই মানুষের ভালোবাসা এটা আসলেই আমাদের প্রাপ্তী।”

অনন্ত জলিল বলেন, “প্রথমেই আমি মাফ চাচ্ছি দর্শকদের কাছে। আমরা বলেছিলাম সবার সাথে ছবি তুলব এবং তাদের সাথে কথা বলব কিন্তু এতো ভিড় আসলে সেভাবে সবার সঙ্গে ছবি তুলতে পারিনি। এর জন্য ক্ষমা চেয়ে নিলাম। আমি আর বর্ষা চেয়েছিলাম সবার সঙ্গেই ছবি তুলতে। তবুও অনেকের সাথে তুলতে পারিনি। যাইহোক এতো মানুষের কারণেই আজকে আমরা সেলিব্রিটি। সবার ভালোবাসা পেয়ে আসলেই আমরা এতোদূর এসেও মনে হয়নি দেশ ছেড়ে এসেছি। এতো মানুষ সিনেমা দেখতে আসছে এতেই আমাদের আনন্দ। মালয়েশিয়াতে একটানা চলবে ১ সপ্তাহ। আশা করছি সবার সঙ্গেই দেখা হবে। চেষ্টা থাকবে সবার সঙ্গেই দেখা করার।”

উল্লেখ্য, এই তারকা দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখেন। এরপর তারা ১৮ সেপ্টেম্বরে জোহর বাহরুর এমএমসি সিটি স্কয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেন। প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা ছিল কিন্তু বাংলাদেশিদের আগ্রহে আরও ৪ সিনেমা হল বাড়িয়ে ১৫ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Back to top button