বিয়ানীবাজার সংবাদ

জেলা পরিষদ নির্বাচন: বিয়ানীবাজার ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধি ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে (বিয়ানীবাজার) সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন প্রার্থী। রবিবার দুপুরে যাচাই প্রক্রিয়া শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো.মজিবর রহমান। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

প্রবাসী অধ্যুষিত এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ, চারখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমদ আলী, মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালীন প্রভাষক আরবাব হোসেন খান, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা খসরুল হক, যুবলীগ নেতা আলিম উদ্দিন সুমন ও সমাজসেবক আলী আহমদ।

নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী আগামী আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

Back to top button