কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামী গ্রেফতার

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার (১৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়ারদৌস হাসানের সার্বিক নির্দেশনায় থানার এসআই মােঃ হারুন-অর-রশীদ চৌধুরী সঙ্গীয় এসআই মহাদেব বাছাড়, নিয়াজ মাহমুদ, আমিনুল ইসলাম, এএসআই সবুজ মিয়া, আক্তার হােসেন, পরিমল চন্দ্র শীল, সিতিল ঘােষ অভিযান চালিয়ে অর্থ ঋণ জারি মামলা নং ২৬/২০২১এর ০৬ মাসের সাজা প্রাপ্ত মৃত আব্দুল আজিজের ছেলে আবুল কাশেম, মৃত আব্দুল মতলিবের ছেলে জমশেদ এলাহী, আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া, রুবেল মিয়ার স্ত্রী জোসনা বেগম, সিআর মামলা নং ৪১/১৬(বন) এর ০১ বছরের সাজা প্রাপ্ত মৃত উসমান গনির ছেলে রহমত আলী, সিআর মামলা নং১০৬/১৮ এর সাজা প্রাপ্ত পনােজিত পালের ছেলে মিন্টু পালসহ মােট সাজাপ্রাপ্ত আসামী ০৬জন এবং ওয়ারেন্ট ভুক্ত ০২, সর্বমােট ০৮ জন আসামীকে গেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান বলেন, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।