বিনোদন

আমার কষ্টগুলো সার্থক হয়েছে- বীরত্ব ছবির নায়িকা বিয়ানীবাজারের মেয়ে নিশাত সালওয়া

১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’। সিনেমাটি নিয়ে তিনি কথা বললেন কালবেলার সঙ্গে।

প্রথম সিনেমায় কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘গতকাল আমরা তিনটি সিনেমা হল পরিদর্শন করেছি। হলভর্তি দর্শকদের দেখে আমার খুবই ভালো লেগেছে। তাদের কীভাবে ধন্যবাদ দেব জানি না। আমি আশাবাদী ছিলাম ‘বীরত্ব’ নিয়ে; কিন্তু দর্শক এত রেসপন্স দেখাবে, সেটা আশা করিনি। যেহেতু আমার প্রথম সিনেমা, তাই অসাধারণ অনুভূতি হচ্ছে। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।

অবশ্য এর সব কৃতিত্ব দেব আমার দর্শকদের। কেননা আমার কষ্টগুলো সার্থক হয়েছে। টিমের সবাই অনেক কষ্ট করেছিলাম। সবার চেষ্টা সফল হয়েছে। ব্লকবাস্টার, চিত্রামহল আর স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ভিড় দেখে মনে হয়েছে বাংলা সিনেমার পালে যে হাওয়া লেগেছে, সেটা এখনো বয়ে যাচ্ছে।’

নিজের সিনেমা দেখে কেমন লাগল জানতে চাইলে সালওয়া বলেন, ‘খুবই ভালো লাগছে নিজের ছবি দেখে। যদিও বিভিন্ন হলে ঘুরতে যাওয়ার ফলে পুরো সিনেমা দর্শকদের সঙ্গে বসে দেখতে পারিনি। আংশিক করে দেখা হয়েছে। তবে, ডাবিং করার সময় আমার অংশটুকু দেখেছি। প্রচারের কাজ কিছুটা কমলেই দর্শকদের সঙ্গে বসে পুরো সিনেমাটা দেখব।’

আমি আশাবাদী ছিলাম, ‘বীরত্ব’ নিয়ে কিন্তু দর্শক এত রেসপন্স দেখাবে, সেটা আশা করিনি। যেহেতু আমার প্রথম সিনেমা, তাই অসাধারণ অনুভূতি হচ্ছে।

দেশের নানা প্রান্ত থেকে মানুষ ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন উল্লেখ করে সালওয়া বলেন, ‘দেশের নানা প্রান্ত থেকেই ফোন পাচ্ছি। আমার নিজের এলাকা সিলেটের অনেকেই ফোন দিয়ে প্রশংসা করেছেন। তারা বলছেন, গল্পটা তাদের ভালো লেগেছে। আবার অনেকেই মন্তব্য করেছেন, এটা যেহেতু সামাজিক ছবি তাই পরিবার নিয়ে দেখতে পারছি। গতকাল স্টার সিনেপ্লেক্সে এক আন্টি আমাকে বললেন, প্রায় তিন বছর পর সিনেমা দেখতে এসেছেন। আর সেই ছবিটা আমার ‘বীরত্ব’। এ অনুভূতি আসলে অন্যরকম। এসব শুনলে খুবই ভালো লাগে।’

সালওয়া আরও বলেন, ‘শুধু বাইরের মানুষজন নয়, ঘরের মানুষজনও পজিটিভ মন্তব্য করেছেন। আমার পরিবারের সদস্যরাও সিনেমাটি দেখেছেন। তারাও আমার প্রশংসা করেছেন।’

গতকাল স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিশাত নাওয়ার সালওয়াকে দেখেই দর্শকরা ছুটে যান সেলফি তুলতে। মিডিয়াগুলো কাভারেজ করছে তাকে নিয়ে। সব মিলিয়ে চিত্রনায়িকা হিসেবে আবির্ভাবের অনুভূতিটা কেমন ছিল জানতে চাইলে সালওয়া বলেন, ‘এ অনুভূতিটা অনেক। দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ পাচ্ছি। মিডিয়ার কাছেও কৃতজ্ঞ। শুরু থেকেই তারা আমার পাশে ছিলেন।

তবে পাশের দেশে যেমন ভালো কাজ হচ্ছে, আমাদের দেশে তেমনটা না হলেও কিছু কিছু ভালো সিনেমা নির্মিত হচ্ছে। তবে যারা সিনেমা দেখতে আসছেন, তারা বলছেন—সিনেমা হলের পরিবেশ আরও ভালো করা উচিত। সিঙ্গেল স্ক্রিনগুলোতে স্বল্প আয়ের মানুষ সিনেমা দেখতে আসেন; কিন্তু খুব খারাপ পরিবেশে সিনেমা দেখতে হয় তাদের। তাদের কথা হচ্ছে, সিনেমা হলের পরিবেশ আরও সুন্দর করতে হবে, তাহলে দর্শক আরও বেশি করে আসবে। তখন চিত্রনায়িকা হওয়ার অনুভূতিটা আরও বেশি হবে।’

উল্লেখ্য, চিত্রনায়িকা নিশাত সালওয়ার পৈতৃক বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কাংলী গ্রামে।

Back to top button