সিলেট

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২ পদে প্রার্থী যাঁরা

টাইমস ডেস্কঃ আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২ পদে প্রার্থী হয়েছেন ৭২ প্রার্থী। সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

সাধারণ সদস্য পদে ১৩ ওয়ার্ডের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৫ প্রার্থী। তাদের মধ্যে ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন নগরের কাজিরগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ শাহা নূর, উত্তর কাজিরবাজারের বাসিন্দা মো. তাইনুল ইসলাম আছলাম ও শাহী ঈদগাহের বাসিন্দা মো. মোছাদ্দিক আহমদ।

২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান, মোগলাবাজারের রুস্তমপুরের সৈয়দ মকবুল হোসেন ও দক্ষিণ সুরমার চরমোহাম্মদপুরের জাকিরুল ইসলাম লায়েক।

৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের মোহাম্মদ আব্দুল আউয়াল, ফেঞ্চুগঞ্জ গ্রামের বাসিন্দা নাহিদ হাসান চৌধুরী ও মাইজগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদুর রহমান।

৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বালাগঞ্জের বোয়ালজুড় ঘোঘরাকান্দি গ্রামের আতিকুর রহমান, গহরপুর খাঁপুরের লোকন মিয়া ও উত্তর হরিশ্যামের মো. নাসির উদ্দীন।

৫নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওসমানীনগর গ্রামের খুজগীপুর গ্রামের পংকজ লাল দাশ, ব্রাহ্মণগ্রামের বাসিন্দা মো. আ. হামিদ ও তাহিরপুরের বাসিন্দা সৈয়দ আহমদ বহলুল।

৬নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্বনাথের দ্বীপবন্দ গ্রামের গিয়াস উদ্দিন আহমদ ও দেওকলস গ্রামের সহল আল রাজী চৌধুরী।

৭নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোলাপগঞ্জের কেওটকোনা গ্রামের এম. মুজিবুর রহমান মুজিব, দাড়িপাতন গ্রামের মো. ফয়জুল ইসলাম ফয়ছল, আমনিয়া গ্রামের মো. ফজলুর রহমান, রুস্তমপুরের স্যায়িদ আহমদ সুহেদ ও শেখপুর গ্রামের আবু সুফিয়ান।

৮নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বিয়ানীবাজার কালাইউড়া গ্রামের ময়েজ আহমদ, বৈরাগীবাজারের আলী আহমদ, চারখাইয়ের মো. মাহমুদ আলী, খাসা’র মো. নজরুল হোসাইন, ছোটদেশের আলিম উদ্দিন, মাথিউড়া পূর্বপারের মোহাম্মদ সিহাব উদ্দিন, মাটিকাটা গ্রামের মোহাম্মদ আব্দুল কাদির, খাসা’র মোহাম্মদ খছরুল হক ও মাথিউড়া পূর্বপারের মো. আরবাব হোসেন খান।

৯নং ওয়ার্ডে নির্বাচনে অংশ নিচ্ছেন জৈন্তাপুরের বালিদাড়া গ্রামের মো. শাহাজাহান, লামা শ্যামপুরের মো. আব্দুর রশিদ, দরবস্ত টেংরা গ্রামের মোহাম্মদ নুরুল আমিন ও হরিপুর গ্রামের মো. মুহিবুল হক।

১০নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের বাসিন্দা আলিম উদ্দিন, লামাদুমকা গ্রামের বাসিন্দা সুবাস দাস, গোয়াইন গ্রামের সুভাষ চন্দ্র পাল, হাকুরবাজার পশ্চিমবাড়ির বাসিন্দা মো. ছয়ফুল আলম, মহিপুর পাঁচপাড়া গ্রামের আব্দুল জলিল ও উপজেলার পূর্ণানগর গ্রামের বাসিন্দা মো. ইনসাদ হোসেন রাজিব।

১১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী গ্রামের শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ সদরের বাসিন্দা আপ্তাব আলী কালা মিয়া ও রাণীগঞ্জ গ্রামের বাসিন্দা মো. শামসউদ্দীন।

১২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কানাইঘাট উপজেলার কোনাগ্রামের মো. ইমাম উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণগ্রাম গ্রামের এহসানুল হক, পশ্চিম দর্পনগর গ্রামের শাহীন আহমদ, জুলাই আগরচাটি গ্রামের মস্তাক আহমদ পলাশ, ভাড়ারীমাটি গ্রামের ডা. মো. আব্দুর রকিব ও বীরবল পূর্বগ্রামের ফখরুল ইসলাম।

১৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জকিগঞ্জ গঙ্গাজল ঘেচুয়া গ্রামের আব্দুর রহমান, ছয়ত্রিশ গ্রামের মোহাম্মদ শামীম আহমদ, কেছরী গ্রামের মো. আব্দুল গাফ্ফার বাবর, রসুলপুর গ্রামের ইফজাল আহমদ চৌধুরী ও আনন্দপুরের দেব উত্তর গ্রামের মো. তাজ উদ্দিন।

সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ১নং ওয়ার্ডের সাগরদিঘিরপার এলাকার বাসিন্দা আমাতুজ জাহরা রওশন জেবীন, ঢালীপাড়া সিলামের বাসিন্দা মোছা. ফারজানা রহমান রেনু ও নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা জান্নাতুন নাসরিন উর্মি।

২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওসমানীনগরের ইব্রাহিমপুরের সুষমা সুলতানা রুহি, বিশ্বনাথ পুরানগাঁওয়ের বেগম স্বপ্না শাহীন, কাশিকাপনের শামীমা আক্তার ঝিনু ও বিশ্বনাথের চকগ্রাম প্রসাদের আফিয়া বেগম।

৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিয়ানীবাজার জলঢুপ কালিবহরের রোমানা আফরোজ, আঙ্গুরা গ্রামের সালমা রহমান ও গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ীর হাসিনা বেগম।

৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাগাইলবাজার পূর্নাছুগামের মোছা. রাহিমা বেগম চম্পা, জৈন্তাপুর নিজপাট মাহুতহাটি গ্রামের সুমি বেগম, যশপুরের তসলিমা বেগম, কোম্পানীগঞ্জের বিজয় পারুয়া গ্রামের তামান্না আকতার হেনা ও গোয়াইনঘাট নিহাইন গ্রামের মরিয়ম বেগম।

৫নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জকিগঞ্জের খিলগ্রামের সাজনা সুলতানা হক চৌধুরী ও কানাইঘাট গাছবাড়ির ছত্রপুরের মনিজা বেগম।

চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ছাড়া অন্যপ্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। অপরপ্রার্থী শিক্ষাবিদ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র জমা না দেওয়ায় নাসির উদ্দিন খান বিধি অনুযায়ী তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ার‌ম্যান নির্বাচিত হচ্ছেন।

Back to top button