খেলাধুলা

ক্রিকেটার নাকি ‘টিকটকার’?

সদ্যঃসমাপ্ত এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান। এক ম্যাচে সুযোগ পেয়ে ওপেনিংয়ে নেমে করেছিলেন ৬ বলে ৫ রান। তবু আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হার্ডহিটার হিসেবে তার জায়গা একপ্রকার নিশ্চিত। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত তিন দিনের ক্যাম্পের প্রথম দিনে তাকে মারদাঙ্গা ব্যাটিং করতেও দেখা গেছে।

এর মাঝেই দেশের ক্রিকেটাঙ্গনে সাব্বির আলোচনায় চলে এলেন ভিন্ন এক কারণে।

গতকাল সোমবার থেকে একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। যাতে সাব্বির রহমান জানিয়েছেন, তার টিকটক আইডি ভেরিফায়েড হয়েছে! টিকটক নামের ভিডিও শেয়ারিং অ্যাপটি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশে আলোচনা-সমালোচনা হচ্ছে। টিকটক ভিডিও বানাতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর অ্যাপটি নিষিদ্ধ করারও দাবি উঠেছে। সেই অ্যাপে নিজের আইডি ভেরিফায়েড হওয়ার খবর ঘটা করে জানিয়েছেন সাব্বির রহমান নিজেই।

সাব্বির রহমানের টিকটক আইডি ঘুরে দেখা গেছে, সেখানে তিনি অনুশীলন, জিম সেশন, ভ্রমণ বিষয়ক ভিডিও শেয়ার করেছেন। তার এই ভিডিও বার্তা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে টিকটক আইডি ভেরিফায়েড হওয়ার খবর ভালোভাবে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। অ্যাপটি বিতর্কিত হওয়ায় সমালোচনা বেড়েছে। অনেকেই মজা করে সোশ্যাল সাইটে লিখছেন, সাব্বিরকে এখন কী বলা যাবে, ক্রিকেটার নাকি টিকটকার?

Back to top button