বিয়ানীবাজারে ধর্মঘট পালনে পরিবহন শ্রমিকরা হার্ডলাইনে, ভোগান্তিতে সাধারন মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে বিয়ানীবাজারে হার্ডলাইনে শ্রমিকরা। বিয়ানীবাজার উপজেলার পৌরশহর এবং গ্রামীন বিভিন্ন সড়কে অবস্থান করছে শ্রমিকরা। এসময় শুধু অটোরিক্সা নয় ব্যাটারিচালিত রিক্সাকেও চলতে বাধা দেয় শ্রমিকরা। এসময় তাদের ৫ দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান অন্যথায় তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দেয়।
ধর্মঘটের কারনে নিজের গন্তব্যে যেতে বিপদে পড়েছেন সাধারন মানুষ। অনেক শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন বাড়িতে।
সরেজমিনে বিয়ানীবাজার বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কে বিয়ানীবাজার সরকারি কলেজের তাসনুভা জানালেন, তিনি জানতেন না ধর্মঘটের কথা কিন্তু বারইগ্রাম এসে আটকা পড়েছেন একঘন্টা যাবত রিক্সাসহ কিছুই পাচ্ছেন না।
ফার্মেসীতে কর্মরত সেলসম্যান জানালেন, এক ঘন্টার উপরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তবুও মিলছেনা কোনো বাহন, তিনি সরকারি হস্তক্ষেপে শ্রমিকদের ধর্মঘটের ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান।
একজন বৃদ্ধ ক্ষোভ নিয়ে জানান, শ্রমিকরা কিছুদিন পরপর বিভিন্ন দাবী ধাওয়ার জন্য সস্তা ধর্মঘট পালন করে যা অযৌক্তিক, এব্যাপারে তারা সরকারকে কঠোর হওয়ার দাবী জানান।
বারইগ্রাম অটোরিক্সা চালক সমিতি (২০৯৭) সাধারন সম্পাদক মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন থেকে তারা ট্রাফিকদের হয়রানি সহ বিভিন্ন দাবী ধাওয়ার দাবী করে আসছেন তাই বাধ্য হয়েই শ্রমিক নেতারা সিলেট জেলা জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন, ৫ দফা দাবী মানা না হলে তারা ঘরে ফিরবেন না।