রাজনীতি

পদ পাওয়ার একদিন পরেই বললেন ‘আমি ঢাবি ছাত্রদলের কেউ না’

পদ পাওয়ার একদিন পরই নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কেউ নন বলে দাবি করেছেন কানেতা ইয়া লাম লাম নামে এক ছাত্রী। নতুন কমিটিতে তাকে ঢাবি ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়েছে। এর আগে, কানেতা ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, যারা ইনবক্স ও নানান মাধ্যমে আমাকে বার্তা পাঠাচ্ছেন, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আমার ছাত্রত্ব নেই। আমি আরও আড়াই বছর আগে ঢাবিতে পড়াশোনার পাঠ চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর দেড়েক শিক্ষকতাও করেছি। ঢাবির কোনো সংগঠনের সঙ্গে আমি বর্তমানে যুক্ত নই।

এ বিষয়ে কানেতা গণমাধ্যমকে বলেন, কমিটি দেওয়ার আগে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমিও পদ চেয়ে আবেদন করিনি। ঢাবিতে আমার ছাত্রত্বও নেই। ছাত্রদলের কমিটিতে আমার নামটি হয়তো ভুলে চলে এসেছে।

তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি অব্যাহতি চেয়েছি। অব্যাহতি না দিলে আমি পদত্যাগ করব।

এর আগে, ১১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Back to top button