বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের অপরাধে ১ ট্রাক মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানকালে বড়লেখা থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

অভিযানে অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের দায়ে ট্রাক মালিককে ভ্রাম্যমাণ আদালতের আওতায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ১ টি মামলায় ট্রাকমালিককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button