সিলেট জেলা যুবদলের সভাপতি মুমিন, সম্পাদক মকসুদ

সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলা যুবদলের কাউন্সিল শেষে সিলেট জেলা যুবদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমদ মকসুদ।
কাউন্সিলের ভোট গণণা শেষে শনিবার রাত এগারোটায় ফলাফল ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।
এর আগে, সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে আগত কাউন্সিলররা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
ভোট শেষে ৫৫৮টি ভোটের মধ্যে মোট ৫১১টি ভোট কাস্ট হয়।
কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন।
আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্বিতা করেন জেলা যুবদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ।