সিলেট

সিলেট জেলা পরিষদ নির্বাচন, ৪ নেতার কে পাচ্ছেন দলীয় মনোনয়ন?

টাইমস ডেস্কঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ নেতা। তবে শেষমেষ মিসবাহ উদ্দিন সিরাজ মনোনয়ন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেন।

জানা যায়- সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন দলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন।

মিসবাহ সিরাজ ছাড়া অন্য ৪ নেতা বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিসবাহ সিরাজ জানান- পারিবারিক কারণে তিনি জেলা পরিষদের প্রার্থী হচ্ছে না। এ জন্য দলীয় মনোনয়ন কিনলেও জমা দেন নি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে- শনিবার (১০ সেপ্টেম্বর) দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় জানা যাবে কে হচ্ছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।

উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Back to top button