উরসুলার সেই প্রস্তাব নিয়ে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক- ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন দুই দিন আগে প্রস্তাব দেন, রাশিয়ার গ্যাসের একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিতে চান তারা। এর মাধ্যমে গ্যাস বিক্রি করে রাশিয়ার অধিক লাভ কমে যাবে এবং ইউরোপে গ্যাসের দাম স্থিতিশীল থাকবে।
কিন্তু গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উরসুলার এই প্রস্তাব নিয়ে ‘অনীহা প্রকাশ’ করেছেন ইউনিয়নভুক্ত ২৭টি দেশের বেশিরভাগ দেশের জ্বালানিমন্ত্রীরা।
একজন কূটনীতিক দ্য গার্ডিয়ানকে বলেছেন, গ্যাসের মূল্য নির্ধারণ করে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বলা হয়েছে ইউরোপিয়ান কমিশনকে এমন প্রস্তাব দিতে হবে যা গ্যাসের মূল্য হ্রাস করবে, কিন্তু একই সময়ে গ্যাসের সরবরাহ ঠিক রাখবে।
এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এ প্রস্তাব দেওয়ার আগে জি-৭ জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিতে সম্মত হন।
কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দেন, যদি রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে রাশিয়া ইউরোপকে গ্যাস, তেল, হিটিং তেল কিছু দেবে না।
রূপকথার নেকড়ের লেজের মতো ইউরোপকে ঠাণ্ডায় জমিয়ে দেওয়ার হুমকিও দেন পুতিন।
ফলে ইউরোপের দেশগুলো আশঙ্কা করছে গ্যাসের মূল্য নির্ধারণ করে দিলে ইউরোপে রাশিয়ার গ্যাস আসা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান