হবিগঞ্জ
বানিয়াচংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

টাইমস ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিধু সরকার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলা সদরের দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দোয়াখানী মহল্লার মৃত হিরো সরকারের ছেলে।
পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, বিধু সরকার বিভিন্ন কারণে মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন। শুক্রবার সকালে নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই পরিবারের লোকজনের।
ব্যক্তিগত জীবনে বিধু সরকার অবিবাহিত ছিলেন।তাদের ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব মৃতদেহ উদ্ধারের সংবাদটি নিশ্চিত করেছেন।