আন্তর্জাতিক

ব্রিটেন সেরা ছাত্রী ব্রিটিশ বাংলাদেশী মৌলভিবাজারের সারাহ রহমান

নিউজ ডেস্ক- ব্রিটিশ বাংলাদেশী সারাহ রহমান এবারের জিসিএসইতে সারা দেশের মধ্যে সেরা ফল করেছে। সবগুলো সাবজেক্টেই সে গ্রেড ৯, যা পূর্বেকার গ্রেডিং সিস্টেম অনুযায়ি ডাবল এ স্টার পেয়ে সারা ফেলে দিয়েছে দেশব্যাপি।

নর্থ লন্ডর এর ক্রেস্ট একাডেমির ছাত্রী সারাহ রহমান বাবা আহিদুর রহমান সেলিম এবং মা নুরুন নাহার লস্কর নিপা মেয়ের এমন সাফল্যে গর্বিত এবং তাঁর উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আহিদুর রহমান সেলিমের দেশের বাড়ি মৌলভিবাজারের মুসলিম কোয়ার্টার।

কৃতি শিক্ষার্থী সারাহ রহমানের এমন সাফল্য মূলধারার মিডিয়াগুলো বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এই সাফল্যের জন্য তিনি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন এবং তার স্কুল, শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Back to top button