ইতালিয়ান যুবক বিয়ে করে পালিয়ে যাওয়া নিয়ে যা বললো রত্নার পরিবার

‘ভালোবাসার টানে’ বিদেশি নাগরিকদের এ দেশে ছুটে আসা গত কয়েক বছর ধরে যেন ডালভাত হয়ে গেছে। ইতোপূর্বে বিভিন্ন দেশ থেকে বেশ কয়েকজন ‘প্রেমিক-প্রেমিকা’ তাদের সঙ্গীর খোঁজে বাংলাদেশে এসেছেন, আবার কয়েকদিন থেকে ফিরেও গেছেন যে যার দেশে।
তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের মেয়ে রত্না রানী দাসকে ‘ভালোবেসে’ গত ২৪ জুলাই বাংলাদেশে এসেছিলেন ইতিলিয়ান নাগরিক আলী সান্দ্রে চিয়ারোমিন্তে। সনাতন ধর্ম মতে তিনি রত্নাকে তার পরিবারের সদস্যদের উপস্থিতে বিয়েও করেন। কিন্তু মাসখানেক থাকার পর ফিরে গেছেন নিজের দেশে।
এরপর থেকেই নানা কথা ছড়াচ্ছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খোকোপাড়া গ্রামে। রত্না ওই গ্রামের দিনমজুর মারকুস দাসের মেয়ে। এলাকার মানুষ বলছেন, রত্নাকে রেখে পালিয়েছেন তার ইতালিয়ান স্বামী। অভিযোগ করছেন, টাকার লোভে বিদেশি নাগরিকের সঙ্গে রত্নাকে বিয়ে দিয়েছে তার পরিবার।
এলাকাবাসীর অনেকের মুখে এমন প্রশ্নও শোনা যাচ্ছে, ১৯ বছর বয়সী রত্না কি তার ইতালিয়ান স্বামীর দেখা আর পাবেন?
চলমান এসব কানাঘুষা আর প্রশ্ন নিয়ে ঢাকা টাইমস কথা বলে রত্মার চাচা সমবারুর সঙ্গে। তিনি দাবি করেন, ‘আামদের জামাই পালিয়ে যাননি। এলাকার অনেকে না জেনে ভুলভাল প্রচার করছেন। রত্নার স্বামীর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রতিনিয়ত তার সঙ্গে কথা বলি। জামাই জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে সে রত্মাকে ইতালি নিয়ে যাবে।’
একই দাবি করেন রত্নার বাবা মারকুস দাসও। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমার জামাই পালিয়ে যায়নি এবং আমরা অর্থের লোভে মেয়েকে বিয়েও দেইনি। ভালোবাসার টানে আলী সান্দ্রে চিয়ারোমিন্তে ইতালি থেকে এসে আমার মেয়েকে বিয়ে করেছেন। এক মাস সে আমাদের বাড়িতে ছিল। তারপর নিজ দেশে ফিরে গেছে।’
রত্নার বাবা আরও বলেন, ‘মেয়েকে তো বাংলাদেশে বিয়ে দেওয়া হয়নি যে, যখন তখন জামাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া যাবে। এটা বিদেশের ব্যাপার। ভিসা, পাসপোর্টসহ নানা বিষয় আছে। যাওয়ার সময় জামাই আমাদের কাগজপত্র সব তৈরি করে দিয়ে গেছে। কিছু প্রয়োজনীয় কাজ আছে, সেগুলো শেষ হলে মেয়ে খুব শিগগিরই জামাইয়ের কাছে যাবে।’
ইতালিয়ান জামাইয়ের প্রশংসা করে রত্নার মা ঢাকা টাইমসকে বলেন, ‘আমার মেয়ের জামাই মাটির মানুষ। তার ব্যবহার খুব ভালো। সে ইতালি থেকে এসে আমার মেয়েকে বিয়ে করেছে। আমার ভাঙা ঘরে এক মাস থেকেছে। কোনোদিন বলেনি খারাপ লাগছে। সে যাওয়ার পর প্রতিদিন মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে, কথা বলে। আমাদের খোঁজখবরও নেয়।’
বালীয়ডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘আমরাও সেই ইতালিয়ান যুবকের নামে নানা কথা শুনেছি। তার নাকি বউ-পোলাপান আছে। সে এখান থেকে পালিয়ে গেছে। এসব শোনার পর আমি রত্নার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছে, জামাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। তারা খুব দ্রুত মেয়েকে জামাইয়ের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু আমরা এখানে আছি, আর ছেলে ইতালিতে, তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
ওই ইউপি সদস্য আরও বলেন, ‘মেয়েটির চাচা জোসেফ সেই যুবকের সঙ্গে ইতালিতে একসঙ্গে কাজ করেন। তিনি নিজে দেশে এসে রত্নার সঙ্গে তার বিয়ে দিয়েছেন। একজন চাচা তার আপন ভাতিজিকে কখনো বিপদে ফেলবে না বলে আমরা মনে করছি। আরও কিছুদিন গেলে আসল বিষয়টি পরিষ্কার হবে।
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বলেন, ‘আমরা লোকমুখে শুনেছি সেই ইতালিয়ান যুবক চলে গেছেন। এ বিষয়ে জানতে আমি মেয়েটির বাবার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, রত্নাকে ইতালিতে তার স্বামীর কাছে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। জামাইয়ের সঙ্গেও তাদের যোগাযোগ আছে।’