প্রবাস

চিকিৎসা করাতে দেশে গিয়ে আমিরাতে ফেরা হলো না

কিডনি অপারেশন করতে দেশে গিয়ে আর আমিরাতে ফেরা হলো না রেমিট্যান্সযোদ্ধা রাউজানের মাসুদুল ইসলামের (২৮)।

গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়াডের পূর্ব কচুখাইন খয়রাতুল মিয়া সওদাগরের বাড়ির নুরুল
আলমের ছেলে।

জানা যায়, বিগত ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যান। সেখানে বাবার গ্যারেজে কাজ করত সে। মাসখানেক আগে তার কিডনির সমস্যা ধরা পড়ে।

কিডনিতে ধরা পড়ে পাথর। শারজায় সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মায়ের সাথে দেশে ফিরে অপারেশন করে আবার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল।

মাসুদুল ইসলামের ছোটভাই আরিফুল ইসলাম জানান, জুলাই মাসের ১৯ তারিখ মায়ের সাথে দেশে ফিরে আমার ভাইয়া। এরপর চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে কিডনির পাথরের অপারেশনের পর ২ দিন ভালো থাকলেও এরপর শুরু হয় যন্ত্রণা। একই হাসপাতালে আবার নিয়ে গেলে সেখানে আইসিউতে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করে।

তিনি আরও দাবি করেন, দেশে ভুল চিকিৎসার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Back to top button