মৌলভীবাজার

মৌলভীবাজারে মারামারির মামলায় যুবকের ১ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক- মারামারির একটি মামলায় এক আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. কয়েছ মিয়া (৪০)। কয়েছ জেলার সদর উপজেলার উমরপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুলাই একটি মারামারির ঘটনায় মামলা করেন সদর উপজেলার কামালপুর ইউনিয়নের মো. আব্দুল আহাদ। মৌলভীবাজার সদর থানার মামলা নম্বর জিআর- ১৬৫। মামলায় উপজেলার উমরপুর গ্রামের মো. কয়েছ মিয়ার নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মো. কয়েছ মিয়া (৪০) ও আছাদ মিয়ার (৪০) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচার-প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণে মো. কয়েছ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অন্যদিকে তদন্তেপ্রাপ্ত অপর আসামি আছাদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সাইফুর রহমান ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট দ্বীপক কুমার ধর।

মারামারির মামলায় আসামির জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট সাইফুর রহমান।

Back to top button