আন্তর্জাতিক
কানাডায় হামলার দু’দিন পেরোলেও মেলেনি আততায়ীর সন্ধান

কানাডায় বর্বরোচিত ছুরিকাঘাতের দু’দিন পেরোলেও মেলেনি সন্দেহভাজন হামলাকারী মাইলি স্যান্ডারসনের সন্ধান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। খবর রয়টার্সের।
পুলিশের জানিয়েছে, জেমস স্মিথ ক্রি ন্যাশন এলাকায় চালানো হয়েছে চিরুনি অভিযান। কিন্তু সেখানে কোথাও আত্মগোপন করে নেই আততায়ী। সে অস্ত্রসজ্জিত থাকতে পারে এই আশঙ্কায় সাসকাচুয়ান ও প্রতিবেশী দুই প্রদেশে জারি রয়েছে সতর্কাবস্থা। কারণ, ৩১ বছর বয়সী এ কানাডিয়ানের রয়েছে দু’দশকের লম্বা অপরাধ রেকর্ড। সোমবারই এক হামলাকারী ড্যামিয়েন স্যান্ডারসনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে বলা হয়, তাকেও ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে।
এর আগে, রোববার সাসকাচুয়ানের ১৩টি জায়গায় পৃথকভাবে হামলা চালায় দুই আততায়ী। তাতে প্রাণ হারান ১১ জন এবং আহত হন ১৮ বাসিন্দা।