আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ভয়াবহ ধূলিঝড়

ভয়াবহ ধূলিঝড়ের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা। অঙ্গরাজ্যটির শান্ডলা শহরের ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, প্রায় ৫০ মাইল এলাকা জুড়ে তৈরি হয় ধুলার এই দেয়াল। উচ্চতায় ছাড়িয়ে যায় ৬ হাজার ফুট। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১০৪ দশমিক ৬ কিলোমিটার।

এদিকে, কালো ধুলার আস্তরণে ঢাকা পড়ে রাস্তাঘাট, বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ১১ হাজার স্থাপনা। এ ধরনের ধূলা ঝড় ‘হাবুব’ নামে পরিচিত। যা মূলত একটি আরবি শব্দ।

Back to top button