খেলাধুলা

বাংলাদেশের ম্যাচ দেখলেন ক্যান্সারে আক্রান্ত আফগান বৃদ্ধা

নিউজ ডেস্ক- কেমোথেরাপি নেওয়ার পর ক্যান্সারে আক্রান্ত রোগী শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেন। বেশ খানিকটা সময় বিশ্রামের পর স্বাভাবিক হন।

আর এমন পরিস্থিতিকে জয় করে বাংলাদেশ-আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ দেখেন ক্যান্সারে আক্রান্ত এক রোগী।

গত ৩০ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

এদিন সকালে দুবাইয়ের একটি হাসপাতালে কেমোথেরাপি নেন আফগানিস্তানের বাসিন্দা গুলপারি শাফি। দেশটির আজমান শহরে বাস করা এই বৃদ্ধা ভুগছেন মরণব্যাধি ক্যান্সারে। বয়স এখন তার ৭৫।

কিন্তু এই বয়সেও ক্রিকেট খেলা দেখেন। নিজ দেশের ক্রিকেটারদের পাঁড়ভক্ত তিনি।

সেদিন দুবাইয়ের হাসপাতালে যখন কেমোথেরাপি নিতে এলেন গুলপারি, তখন শারজায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রস্তুতি চলছিল।

এত কাছাকাছি এসে কি ম্যাচটি মিস করবেন তিনি? থেরাপি শেষে শারীরিক অক্ষমতা, ক্লান্তি, অসুস্থতা সব ভুলে ছেলে খাইবারকে গুলপারি বলে উঠলেন, ‘চল, খেলা দেখে আসি।’

মায়ের ইচ্ছে পূরণ করতে দ্রুতই গাড়ি বের করেন খাইবার। চলে আসেন শারজায়। অসুস্থ মায়ের যাতে কষ্ট না হয় তাই অনেক কাঠখড় পুড়িয়ে জোগাড় করেন ভিআইপি বক্সের টিকিট।

হুইলচেয়ারে বসে গোটা ম্যাচ দেখেন গুলপারি শাফি। খেলার শুরুতে আফগানিস্তানের যখন জাতীয় সংগীত চলছিল, তখন হাতে আফগানিস্তানের পতাকা নিয়ে চোখের জলে ভেসেছেন এই ক্রিকেটপ্রেমী বৃদ্ধা।

বৃদ্ধাকে হতাশ করেননি আফগানিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশি ব্যাটারদের একের পর এক উইকেট যখন নিচ্ছিলেন রশিদ-মুজিব, উচ্ছ্বাসে হাততালি দিচ্ছিলেন গুলপারি।

নাজিবুল্লাহ জাদরান যখন বাংলাদেশি বোলারদের বল একের পর এক সীমানা ছাড়া করছিলেন, ঠিক তখনই সীমানা পেরিয়ে গ্যালারিতে বসা এক বৃদ্ধা উল্লাসে ফেটে পড়ছিলেন।

সেদিন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোরের জায়গা নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচ জয়ের পর খুশিতে গুলপারি শাফির মুখের চওড়া হাসি ক্যামেরাবন্দি করেন গণমাধ্যমকর্মীরা।

আফগানিস্তানের সব খেলোয়াড়কেই ভালোবাসেন শাফি। তবে সবচেয়ে বেশি পছন্দ অধিনায়ক মোহাম্মদ নবিকে। পশতু ও খাইবার ভাষার মিশেলে গণমাধ্যমে গুলপারি বলেন, ‘নবি খুব ভালো খেলোয়াড় এবং মানুষ হিসেবেও খুব বিনয়ী। তাকে বেশ পছন্দ হয়।’

ক্যান্সার আক্রান্ত স্বদেশি বৃদ্ধার স্টেডিয়ামের আগমনের বার্তা পৌঁছে যায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবির কাছে। ম্যাচশেষে বৃদ্ধা গুলপারির কাছে ছুটে যেতে সময় নেননি মোহাম্মদ নবি। হুইলচেয়ারসহ বৃদ্ধাকে নিয়ে আসেন মাঠের সবুজ গালিচায়। তাকে দেখতে দৌড়ে আসেন রশিদ-মুজিবরাও। বৃদ্ধা খুশিতে নবির কপালে চুমু খান। ক্রিকেটারদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তিনি। নবি-রশিদ-নাজিবুল্লাহরাও এমন ভক্ত পেয়ে উচ্ছ্বসিত। গুলপারিকে ঘিরে সবাই মিলে ছবি তুলেন। সেলফিও তুলেন কেউ কেউ।

Back to top button