সুনামগঞ্জ

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠে আব্দুল্লাহ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাগলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনধপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর উত্তর ইউনিয়নের সদস্য মো. শাহজাহান খন্দকার জানান, বিকেলে বাগলী বাজারে থাকা আমার একটি ভবনের ছাদের তালা ভেঙে দুই যুবক উপরে ওঠেন। সেখানে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা যুবকও আহত হন।

গুরুতর আহতবস্থায় দু’জনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যজনের চিকিৎসা চলছে।

Back to top button