সারাদেশ

পেঁয়াজের কেজি ১৭ টাকা

আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে নেমেছে ১৭ টাকায়। বুধবারও এ পেঁয়াজ বন্দরে প্রতি কেজি ১৯ টাকা দরে বিক্রি হয়েছে। তবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে কিছু ভালোমানের পেঁয়াজ আজও ১৯-২০ টাকা দরে বিক্রি হয়েছে।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ে। এ জন্য পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়ে দেন আমদানিকারকরা। তবে কিছুদিন হলো আবহাওয়া ভালো থাকায় বাজারে দেশীয় পেঁয়াজেরও সরবরাহ বেড়েছে। দেশীয় পেঁয়াজের দাম মণপ্রতি ১৪শ’ থেকে ১৫শ’ টাকায় উঠে গিয়েছিল। তা এখন হাজার টাকায় নেমে এসেছে। এতে করে দেশের বিভিন্ন মোকামগুলোতে আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা কমছে। ফলে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমেছে। এছাড়া ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানিতে খরচ বাড়ে। এখন ডলারের দাম কিছুটা কমতে শুরু করায় পেঁয়াজের দামে প্রভাব পড়ছে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে দাঁড়িয়েছে। বুধবার বন্দর দিয়ে একদিনেই ৪২ ট্রাকে এক হাজার ২৩৬টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Back to top button