অপরাধ চিত্র

হঠাৎ পথ আটকে সালাম, থামতেই সব লুট

রাজধানীতে সালাম দিয়ে পথরোধ ও সর্বস্ব লুট করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রথমে টার্গেট বাছাই করে। পরে চলতি পথে তাকে সালাম দিয়ে গতিরোধ করে। পরিচিত হওয়ার ভান করে সময়ক্ষেপণ করে। এর ফাঁকে পাশেই ঘাপটি মেরে থাকা আরো কয়েকজন এসে ঘিরে ধরে। এরপর হুমকি দিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে সর্বস্ব লুট করে।
গত ২১ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে সালাম দিয়ে পথ আটকে লুৎফর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়া চক্রটি। ঐ ঘটনায় মামলা হয়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ তদন্ত করে মো. পিন্টু মিয়া ও মো. সুমন নামে দুইজনকে গ্রেফতার করে।

বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ২১ আগস্ট ৮০ হাজার টাকা লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা করে। তাই তাদের চিহ্নিত করা কঠিন।

এ ধরনের প্রতারণা এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিসি আজিমুল বলেন, পথে কেউ সালাম দিয়ে সময়ক্ষেপণ করতে চাইলে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দাঁড়ানো যাবে না। এমন হলে বিষয়টি পুলিশকে জানাতে হবে।

Back to top button