সারাদেশ
‘রেপিস্ট’ সেই বাবা গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে ভবনের ছাদ থেকে লাফিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার সন্ধ্যার দিকে সানজানা মোসাদ্দিকা নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারে অধ্যয়ন করছিলেন তিনি। একটি সুইসাইড নোটে বাবাকে নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন সানজানা। সেখানে বাবাকে বলেছেন ‘অত্যাচারী’, ‘রেপিস্ট’। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে বাবা শাহীন আলমের বিরুদ্ধে মামলা করেন।