খেলাধুলা

ভার‍ত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

নিউজ ডেস্ক- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি আম্পায়াররা বরাবরই উপেক্ষিত। টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তির দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি কোন বাংলাদেশি আম্পায়ার। হতে পারেননি আইসিসির এলিট প্যানেলের সদস্যও। তবে এবার বাংলাদেশি আম্পায়ারদের সামনে সুযোগ এসেছে বিশ্বকে দেখানোর, তারাও পারেন!

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে আম্পায়ারিং করবেন দুই বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল ও গাজী আশরাফুল আফসার সোহেল। মুকুলের জন্য এবারের অভিজ্ঞতা হতে চলেছে বেশ রোমাঞ্চকর। কেননা আসরের মূল আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি।

দুবাই থেকে উচ্ছ্বাস প্রকাশ করে মুকুল বলেন, ‘অবশ্য, ভারত-পাকিস্তান ম্যাচের ফ্লেভার থাকে অন্যরকম। সত্যি কথা বলতে আমি এটাকে চাপ হিসাবে নিতে চাচ্ছি না। ইটস অ্যা চ্যালেঞ্জ। শুধু আমার জন্য না, আমাদের দেশের সকল আম্পায়ারদের জন্যই এটা চ্যালেঞ্জ। দিনশেষে কিন্তু আমাদের নামের পাশে লেখা থাকে বাংলাদেশের নাম।’

মুকুল আরও বলেন, ‘আমার প্রধান লক্ষ্য থাকবে এখানে বেস্ট পারফর্ম করা। আমি চাই আমার পারফর্ম দেখে সবাই জানুক বাংলাদেশি আম্পায়ারাও ক্যাপাবেল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমি। আমি জানি আমরা যদি এই চ্যালেঞ্জকে ভালোভাবে পার করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা পথ সৃষ্টি হবে। আমরা আরো বড় বড় ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পাবো।’

Back to top button