সিলেটে ঘুমের স্ট্যাটাস দিয়ে ১৫ ঘন্টা পর চিরঘুমে ছাত্রদল নেতা

টাইমস ডেস্কঃ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুর্শেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
মাজহারুল ইসলাম মুর্শেদ সিলেটের এমসি কলেজে পড়াশোনা করতেন বলে জানা গেছে। তিনি নগরীর মজুমদারি কোনাপাড়ার বাসিন্দা।
এছাড়াও সিলেট মহানগর যুবদলের আসন্ন সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন বলে জানা গেছে।
এদিকে, মারা যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুম নিয়ে একটি স্ট্যটাস দেন মুর্শেদ।সেই স্ট্যাটাসের ১৫ঘন্টা পর চিরঘুমে চলে গেলেন তিনি।
স্ট্যাটাসটি হলো-
‘ঘুমিয়ে কেন জীবন কাটাস? কইল ঋষি স্বপ্নে মোর, ‘আনন্দ গুল প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর? ঘুম মৃত্যুর যময ভ্রাতা, তার সাথে ভাব করিসনে, ঘুম দিতে ঢের পাবি সময় কররে তর জনম ভোর।কাজী নজরুল ইসলাম
এদিকে, মাজহারুল ইসলাম মুর্শেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু-বান্ধব,পাড়া প্রতিবেশীদের মাঝে।