খেলাধুলা

ডোমিঙ্গো পদত্যাগ করেননি, ভাষ্য বিসিবির

রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করেননি বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আল্টিমেট বিষয় হলো তিনি পদত্যাগ করেননি বা এ ধরনের কোনো বিষয় আসেনি।’

পদত্যাগের বিষয়টি দুই পক্ষের ভুল উপস্থাপনা উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমি রিপিট করছি, আজকে কথা হয়েছে। ডিটেইল কথা হয়েছে এবং ডোমিঙ্গোও একটু বিব্রত বিষয়গুলো নিয়ে। তিনি আসলে বলছে, বিষয়গুলো যেভাবে মিডিয়াতে আসছে তাতে তিনি খুব বিব্রত ফিল করছে। এই কারণে আপনাদের কাছে অনুরোধ করেছে, যাতে বিষয়গুলো এভাবে না আসে। ব্যাসিক্যালি রিলেশন বিটুইন এমপ্লয়ি ও এমপ্লয়ার। আমাদের মধ্যে সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। সো বিষয়গুলো এড়ানোর জন্য তার সঙ্গে ডিটেইলস কথা বলেছি। এই নিউজ যেগুলো মিডিয়াতে এসেছে সেগুলো আপনারাও জানতে চেয়েছেন। বিষয়গুলো আসলে সঠিক না।

তাহলে মিডিয়ায় যেসব বিষয়গুলো এসেছে সেগুলো কী মিথ্যে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিথ্যা না। কথা হয়েছে। আমি আবার বলছি, দুই পক্ষের মধ্যে মিস কমিউনিকেশন।’ তিনি আরও বলেন, ‘আমি বলছি না সব তথ্য ভুল। আমি বলছি, কিছু হয়তো ভুল তার মতে। তিনি যেভাবে বলেছে , সেভাবে আসেনি। বিষয়টা এই রকমই। এটা কিন্তু আসলে জটিল করার কোনো সুযোগ নেই। সব কিন্তু না, কিছু বিষয় মিস রিপ্রেজেন্টেশন।’

গত ২২ আগস্ট রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যখন এই ঘোষণা দেন, তখন তার পাশে ছিলেন ডোমিঙ্গো। পরে ডোমিঙ্গো নিজেও হাসিমুখে এই সিদ্ধান্ত মেনে নিয়ে দেশে ফিরে যান। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার আগেই দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে যান। যেখানে বের হয়ে আসে দলের অনেক ভেতরের খবর। যা ছিল অবাক করার মতো। বিসিবির জন্য বিব্রতকরও।

এ নিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার (২৪ আগস্ট) সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সাক্ষাৎকারের বিষয়ে তারা ডোমিঙ্গোর কাছে লিখিত জানতে চাইবেন। কিন্তু আজ সকাল না হতেই ছড়িয়ে পড়ে ডোমিঙ্গোর পদত্যাগের খবরটি। এ বিষয়ে ঢাকাপ্রকাশ-এর পক্ষ থেকে বিসিবির প্রধান নির্বাহীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ডোমিঙ্গো পদত্যাগ করেননি। বেলা গড়ানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে এ নিয়ে তিনি কথাও বলেন।

ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে অব্যাহতি দেওয়া হলেও শুধু টেস্ট ও ওয়ানডে দলের দেখাশোনার জন্য তাকে রেখে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় নতুন কিছু দায়িত্বও। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আসলে আমরাও বিষয়টা দেখেছি। আমি মনে করি যে, বিষয়টা পুরোটাই মিস রিপ্রেজেন্টেশন। তিনি হয়তো একভাবে বোঝাতে চেয়েছেন, আমাদের দুই একটা মিডিয়াতে এসেছে এভাবে (পদত্যাগ)। আপনাদের সঙ্গে দুদিন আগেও বোধ হয় প্রেসিডেন্ট প্রেস মিট করেছিলেন। এর আগে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ডোমিঙ্গোর ডিটেইল আলোচনা হয়েছে কীভাবে তিনি টেস্ট ও ওয়ানডে দল নিয়ে কাজ করবেন। ডোমিঙ্গো কিন্তু সেভাবেই প্ল্যান করছে। আশা করছি, খুব শীঘ্রই হয়তো ডোমিঙ্গো তার ডিটেইল প্ল্যানটা বোর্ডকে জমা দিবে। নির্ধারিত সময়ের মধ্যেই। আমাদের আলোচনার একটা পর্যায়ে এসেছে যে, ডোমিঙ্গো হয়তো আফগানিস্তানে আমাদের ‘এ’ টিমের ট্যুরে যাবেন। প্লেয়ার ও টিমের সঙ্গে থাকবে। এভাবে আমাদের আলোচনা হয়েছে, প্ল্যান করা হয়েছে। যোগগুলো হচ্ছিল। আমি আবারও বলি, এটা টোটালি রিপ্রেজেন্টেশন।’

ডোমিঙ্গোর সঙ্গে কোনো রকমের জটিলতা নেই জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জটিলতা হওয়ার কোনো সুযোগ নেই। রাসেল ডোমিঙ্গো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এমপ্লয়ি। তিনি আমাদের একজন জাতীয় দলের কোচ। তার সঙ্গে রিলেশনটা বোর্ড অ্যান্ড কোচের। সো এখানে জটিলতা হওয়ার কিছু নেই।

ডোমিঙ্গো বাংলাদেশে এসে ‘এ’ দলের সঙ্গে দুবাই যাবেন আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাহী বলেন, ‘‘এ’ দল দুবাইয়ে একটা সিরিজ খেলবে। আমরা আশা করছি, তিনি সেখানে থাকবেন।’

Back to top button