সিলেট

সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেট বিভাগে আবারও ভয়ঙ্কর ভাইরাস করোনা কেড়ে নিয়েছে একজনের প্রাণ। মারা যাওয়া বৃদ্ধা (৭৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) মো. মিজানুর রহমান।

এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫০ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৩১, সুনাগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২৩ জন মৃত্যুবরণ করেছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন একজনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
এই ৬ জন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ৬৭ হাজার ৬৬৪ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৫৮ জন, সুনামগঞ্জে ৭ হাজার ৮৫ জন, হবিগঞ্জে ৭ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ৯ হাজার ৯৪৭ জন। এছাড়াও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৭৯ জনের।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৬৬ হাজার ৬৭ জন।

Back to top button