সিলেট

সিলেটে আগষ্ট মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা

টাইমস ডেস্কঃ আগস্ট মাসে সিলেটে সাধারণত ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু চলতি আগস্ট মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৯৫ মিলিমিটার। এর প্রভাব পড়বে চলমান আমন চাষে। চলতি মাসে আরো কয়েকদিন হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হলেও স্বাভাবিকের চেয়ে অর্ধেকের কম থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদফতর সিলেট সূত্রে জানা গেছে।

এদিকে সোমবার রাতের পাশাপাশি সিলেটে মঙ্গলবার দিনের বেলাও বৃষ্টিপাতের পুর্বাভাস রয়েছে। এছাড়া বুধবারও সিলেটে হতে পারে বৃষ্টি। এরপর দুয়েকদিন বিরতি দিয়ে ফের বৃষ্টিপাত হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী দৈনিক জালালাবাদকে জানান, আগস্ট মাসে সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৬০০ মিলিমিটারের উপরে। কিন্তু মাসের শেষ দিকে এসেও বৃষ্টিপাত হয়েছে মাত্রা ১৯৫ মিলিমিটার। যা মোট বৃষ্টিপাতের ৩২ শতাংশ। শেষের দিকে বৃষ্টিপাত কিছু থাকলেও তা কোন অবস্থাতেই ৫০ শতাংশ হবে কিনা সন্দেহ রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়তে পারে চলমান আমন চাষে। কারণ বৃষ্টিপাত কম হলে সেচের প্রয়োজন পড়বে। জ¦ালানীর মূল্যবৃদ্ধির কারণে আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতির আশঙ্কা থাকতে পারে।

সিলেটের আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার ব্যাপারে সাঈদ আহমদ চৌধুরী বলেন, সোমবার রাতে সিলেটে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার দিনে ও রাতে বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলে তাপমাত্রা কিছুটা বাড়বে। এরপর শনিবার থেকে ফের টানা ২/৩ দিন বৃষ্টি হতে পারে।

Back to top button