সারাদেশ

বুধবার থেকে ব্যাংকের সময় ৯টা থেকে ৪টা

নিউজ ডেস্ক- বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি অফিস সময় কমানোর পাশাপাশি ব্যাংকের সময়ও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হবে।

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে তা কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংকগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা খোলা। এখন ১০টা থেকে ৬টা পর্যন্ত। ব্যাংকও বুধবার থেকে কার্যকর।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরও মিটিংয়ে ছিলেন। উনিও ঘোষণা (সার্কুলার) দিয়েছেন।

Back to top button