টাইমস ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে গিয়াস উদ্দিন পারভেজ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন পারভেজ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের মৃত মোজাইদ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই মাদ্রাসার ছাত্রীকে একা পেয়ে পারভেজ তার বসতঘরের টিউবওয়েলের পাশে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে ভিকটিম বিষয়টি মাকে খুলে বললে ভিকটিমের মা গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-মামলা নং-২০, তারিখ- ২০/০৮/২০২২ইংরেজি)।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।