সুনামগঞ্জ

জগন্নাথপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাউলশিল্পীর মৃত্যু

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লিচু সরকার (৩৫) নামের এক বাউল শিল্পীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার( ১৯ আগষ্ট) রাত ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বাউল শিল্পী মারা যান।

বাউল শিল্পী লিচু সরকার উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, লিচু সরকার গত ৯ আগস্ট রাত ৩টার দিকে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরে মোটরসাইকেল চালিয়ে আসার পথে শান্তিগঞ্জ নামক স্থানে বালু উত্তোলনের জন্য অস্থায়ী স্পিড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুত বেগে পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক লিচু সরকার ও মোটক সাইকেল আরোহী একই গ্রামের মৃত আমির আলী ছেলে মিলন মিয়া (৪৫) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর শুক্রবার রাত ১ টার দিকে লিচু সরকারের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্ঘটনায় আহত মিলন মিয়া বলেন, স্পিড ব্রেকারের ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, জগন্নাথপুর উপজেলা বাউল কল্যাণ পরিষদের সদস্য বাউল শিল্পী লিচু সরকারের মৃত্যুতে সংগঠনের সভাপতি গীতিকার এম এ পরান পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

Back to top button