সিলেট

অক্সফোর্ডে যাচ্ছে লন্ডন প্রবাসী সিলেটের সাইমুর

জিসিএসই পরিক্ষার ন্যায় এ লেভেলেও অসাধারণ সাফল্য পেয়েছে ব্রিটিশ বাংলাদেশী সাইফুর রহমান। সে বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিজিক্স নিয়ে পড়ার সুযোগ পেয়েছে। সে এবারের এ লেভেল পরিক্ষায় লন্ডন একাডেমী অফ এক্সসিলেন্স (এল এ ই) থেকে পিজিক্স, মেথ, ফারধার মেথ এবং ক্যামেস্ট্রি বিষয় নিয়ে লেখা পড়া করে সবকয়টিতেই এ স্টার লাভ করে। এছাড়া ইয়ার ১২ তে ই পি কিউ তে এ স্টার লাভ করে এবং সাইমুর ইয়ার ১৩ তে ওয়ান অফ দ্যা বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড লাভ করে।

গত ১৮ আগস্ট ইংল্যান্ডে এ লেভেল পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল হাতে পেয়ে সাইমুর প্রথমেই আল্লাহ শোকরিয়া আদায় করে। কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুলের শিক্ষক ও বাবা মা‘র প্রতি। ভালো ফলাফল করতে নিজের একান্ত চেস্টা প্রয়োজন বলে সে মনে করে। সাইমুর তার শিক্ষালব্দ জ্ঞান কমিউনিটি ও মানবতার সেবায় কাজে লাগাতে চায় ।
তার পিতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও লন্ডনের মার্টন কলেজের সাবেক কেমিস্ট্রি টিচার ডক্টর মুজিবুর রহমানের পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলা এবং মাতা লন্ডনের জর্জ গ্রীন স্কুলের সাবেক সায়েন্স টিচার সাবিনা ইয়াসমিন বখ্ত এর পৈতৃক নিবাস মৌলভীবাজারের রাজনগর উপজেলা। সাইমুরের পিতামাতা তার ফলাফলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তাদের ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ।

উল্লেখ্য, সাইফুর মুজিব রহমান জিসিএসইতে লন্ডনের বেক্টনে অবস্থিত কিংসফোর্ড কমিউনিটি স্কুল থেকে সাতটি বিষয়ে এ ডাবল ষ্টার (৯) এবং তিনটি বিষয়ে এ ষ্টার (৮) পেয়ে কৃতিত্বের সাথে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো।

Back to top button