মৌলভীবাজার

শ্রীমঙ্গলে চা বাগানে টিলাধসে চার নারীর মৃত্যু

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলার সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত চারজন‌ই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

নিহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Back to top button