সিলেট

সিলেট নগরীর তালতলায় সিদ্দিক মার্কেটে অগ্নিকান্ড’র ঘটনা ঘটেছে

টাইমস ডেস্কঃ সিলেট নগরীর তালতলায় সিদ্দিক মার্কেটে অগ্নিকান্ড’র ঘটনা ঘটেছে ।

বৃহস্পতিবার(১৮ আগষ্ট) রাত ৯.২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন পার্শ্ববর্তী সিলেট অটো কর্রণারের এক ব্যবসায়ী ব্যবসায়ী।

বিষয়টি শুভ প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী মাহমুদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯.২৫ মিনিটের দিকে সিদ্দিক মার্কেটের অবস্থিত একটি মোটরসাইকেল ওয়ার্কশপ থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।তাৎক্ষণিক পাশ্ববর্তী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

পুলিশ কর্মকর্তা আলী মাহমুদ জানান,রাত সাড়ে ৯ টায় আগুন লাগার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করে।ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।এ ঘটনায় ক্ষয়ক্ষতি এখনো নির্ণয় করা যায়নি।

Back to top button