সন্তানের জন্য বাবা-মা প্রবাসে, আম গাছে সেই সন্তানের ঝুলন্ত লা* শ, কেনো এমন মৃ* ত্যু?
নিজস্ব প্রতিবেদকঃ সন্তানদের জন্যেই প্রবাসী হোন বাবারা, তবে অনেক ক্ষেত্রেই অভাবের সংসারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে বাবার পাশাপাশি মায়েরাও পাড়ি জমান বিদেশে।
একইভাবে সন্তানদের উন্নত ভবিষতের কথা চিন্তা করে ইকবাল হোসেন ও হাফসা বেগম দম্পত্তি পাড়ি জমান উমানে। তিন সন্তানকে রেখে যান হাফসা বেগমের খালার কাছে। প্রবাসী এই দম্পতির সবচেয়ে শিশু সন্তান ১২ বছরের ইমনকে পাওয়া গেলো গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। কি অভিমানে এমন কান্ড কেউ করতে পারছেন বিশ্বাস। নানীও প্রিয় নাতিকে হারিয়ে বাকরুদ্ধ। কথা বলতে গিয়ে বারবার বন্ধ হয়ে আসছিলো তার কথা।
শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামে আম গাছে ঝুলন্ত অবস্থায় এ প্রবাসী দম্পত্তির শিশু সন্তান ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানীর মর্গে প্রেরন করেন। নিহত ইমনের বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের মইয়াখালি গ্রামে। তিন ভাইবোনের মধ্যে ছোট ইমন থাকতো তার মায়ের খালার বাড়ি।
ঘটনার আকস্মিকতায় এলাকার মানুষ শোকে কাতর, কথা বলতে রাজী হননি এলাকার মানুষ। ঘটনাটি মর্মান্তিক জানিয়ে মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ১২ বছরের শিশুর এমন মৃত্যূ কোনোভাবেই কাম্য নয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানীতে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্ন হত্যা, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
সন্তানের এমন মৃত্যু নিশ্চয় কোনো পিতামাতাই কামনা করেন না। যে সন্তানদের জন্য পিতা মাতা আজ প্রবাসী নিশ্চয় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের হৃদয় ফেটে যাচ্ছে। আর কোনো সন্তানই যেনো অজানা কারনে পাড়ি না জমায় না ফেরার দেশে সেদিকে সব পিতামাতার খেয়াল রাখা জরুরী।