সিলেটে অটোরিকশা-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ৭
নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুর উপজেলা সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দুপুর দেড়টার দিকে একই মহাসড়কের আসামপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, এসআই কাজী শাহেদুল ইসলাম, পুলিশ কনস্টেবল মো. আল-আমিন ও মো. ফজলু মিয়া। তাঁরা লেগুনায় করে টহল দিচ্ছিলেন। আহত অন্য তিনজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেগুনায় করে টহল দিচ্ছিলেন পুলিশের চার সদস্য। টহলরত অবস্থায় হরিপুর থেকে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে জৈন্তাপুর থানার দিকে যাচ্ছিলেন তাঁরা। এ সময় জৈন্তাপুরের দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিন আরোহী ও লেগুনায় থাকা চার পুলিশ সদস্য আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, টহলরত অবস্থায় পুলিশ সদস্যদের লেগুনার সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।