বাড়ী আসার পথে দুর্ঘটনায় আহত স্ত্রী সন্তানসহ যুক্তরাজ্য প্রবাসী
টাইমস ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া -জুড়ী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) কুলাউড়া উপজেলার আছরিঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া -জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইএস গাড়ি খাদে পড়ে যায়। গাড়িটি ঢাকা থেকে যুক্তরাজ্য প্রবাসীকে বিয়ানীবাজার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলিত হয়। এসময় গাড়ীতে থাকা ড্রাইবারসহ ৪ জন আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহত ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী ওমর ফারুক (৪১)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চান্দগ্রামের ফজলুল বারীর ছেলে। তাঁর সাথে স্ত্রী ও সন্তান ছিলেন। তারাও এ ঘটনায় আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি।