সিলেট

সিলেট নগরীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ১২ ঘণ্টা

টাইমস ডেস্কঃ সিলেট নগরীর বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এসব এলাকায় টানা ১২ থাকবে না বিদ্যুৎ।

বিষয়টি বুধবার (১০ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।

তিনি বলেন, একটি ব্রাঞ্চ লাইনে মেরামত কাজের জন্য এই সময়ে বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মেইন লাইনগুলোতে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকবে।

বিদ্যুৎ বন্ধের বিষয়ে বুধবার সন্ধ্যায় এসব এলাকায় মাইকিংও করা হয়।

Back to top button