সিলেটজৈন্তা

শাস্তি নির্মূলে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিশু ও কিশোর-কিশোরী ক্লাব সদস্য, অভিবাবক ও অন্যান্য সংশ্লিষ্টদের অংশগ্রহনে শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরীর জন্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শিশুকে কোনরকম আঘাত করা নয়, শিশুর শৈশব করি আনন্দময় এই প্রতিপাদ্য নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিন ইউনিসেফ’র অর্থায়নে একসিলারেটিং প্রোটেকশন ফর চিল্ড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যোগে ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় একটি র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

এপিসি প্রকল্পের ফেসিলিটেটর জুই রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল হালিম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, কিশোর-কিশোরী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button