হবিগঞ্জ

নবীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, পিতার মুচলেকা

নিউজ ডেস্ক- নবীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে বন্ধ করেছে প্রশাসন। এমনকি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকাও আদায় করা হয়েছে।

বুধবার (০৩ আগস্ট) বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে হচ্ছে মর্মে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবিন দাশের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের (নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী) বাল্যবিবাহ বন্ধ করা হয়।

মোবাইলের কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এসময় এস আই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

Back to top button