জুড়ীতে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

জুড়ি প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন মামলার আসামিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নির্দেশনায় পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- থানার মামলা নং- ০২ ( তারিখ ২ আগস্ট) মামলার আসামি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মোঃ আনোয়ার, সিআর- ৯৫/২২ (জুড়ী) এর আসামী কোনাগাও গ্রামের মোঃ আঃ খালিকের ছেলে মোঃ আব্দুস সালাম, সিআর- ৮৪/২১ (জুড়ী) এর আসামী শাহপুর গ্রামের লাল মিয়ার ছেলে আসুক মিয়া, জিআর- ১০৫/১৮ (জুড়ী) এর আসামী বাছিরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহিজ আহমেদ, জিআর- ১২৩/২১ (জুড়ী) এর আসামী উত্তর কুচাইতল গ্রামের মৃত- ইসলাম উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন।
থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।