ইয়ূথ এইড অর্গানাইজেশনের উদ্দ্যোগে নিজ বাহাদুরপুর ইউনিয়নে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়

বড়লেখাঃ স্টুডেন্ট ইউনিক আইডির জন্য নিজ বাহাদুরপুর ইউনিয়নের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে ইয়ূথ এইড।
শনিবার মাইজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক কাওছার আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ঘোষণা করেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ময়নুল হক-চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা বড়লেখা সরকারি কলেজের প্রভাষক শফিউল আলম লোকমান, সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম, ইয়ূথ এইডের পরামর্শক ও মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসাইন ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং সংগঠনের সহ সভাপতি আব্দুল আলীম,কামরুল হাসান ও অন্যান্য সদস্য বৃন্দ।
কর্মসুচির প্রথম দিনে তিনটি কেন্দ্রে মোট ৪০০ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।ধারাবাহিকভাবে ইউনিয়নের সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।