বিজ্ঞপ্তি

স্কলারশীপ নিয়ে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিয়ানীবাজারের জুনায়েদ

বিয়ানীবাজারঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুনায়েদ আহমদ ফুল ফান্ড স্কলারশীপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার বিখ্যাত বিদ্যাপীঠ ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে (পিএইচডি) পড়াশুনা করবেন। জুনায়েদ আহমদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

সাম্প্রতিক সময়ে তার আবেদনের প্রেক্ষিতে পিএইচডি ডিগ্রী অর্জনের জন‍্য যুক্তরাষ্ট্রের ক্লেমসন ইউনিভার্সিটিতে পড়শোনার যোগ্য হিসাবে মনোনীত হলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাঁকে সেখানে ভর্তি হয়ে গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রী অর্জনের জন‍্য আমন্ত্রণ জানায়।

তিনি আগামী (১৫ ই আগস্ট) পিএইচডি ডিগ্রী অর্জনে ৪ বছরের জন‍্য যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার উদ্দেশ্যে ঢাকা ত‍্যাগ করবেন।

জুনায়েদ আহমদ বিয়ানীবাজার জামেয়া থেকে ২০১২ সালে এসএসসি এবং বৈরাগী বাজার আইডিয়াল কলেজ থেকে ২০১৪ সালে জিপিএ ৫:০০ পেয়ে এইচএসসি পাশ করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যান্ট প্যাথলজিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তার পরিবার পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলাসহ দেশবাসীর কাছে উজ্জল ভবিষতের জন্য দোয়া কামনা করা হয়, যাতে জুনায়েদ দেশ-জাতির মুখ উজ্জ্বল করে স্বদেশে ফিরে এসে দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।-প্রেসবিজ্ঞপ্তি

Back to top button