সিলেট

সিলেটে ২৭ বছর পর অবসরে যাচ্ছেন মোয়াজ্জিন, হাদিয়া পেলেন বিপুল টাকা, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ দীর্ঘ ২৭ বছর ছিলেন একটি মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খেদমতের পাশাপাশি এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতায় স্থায়ীভাবে চাকুরী থেকে অবসরে যাচ্ছেন। তবে তাকে চমকে দিয়ে এলাকাবাসী হাদিয়া হিসাবে তার হাতে তুলে দিলেন দুই লক্ষ ৭৫ হাজার টাকা। এই হাদিয়ে পেয়েয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম নামের সেই মুয়াজ্জিন। তার চোখ বেয়ে পানি ঝরে অঝোর ধারায়।

তিনি বলেন, এলাকাবাসীর এ ভালোবাসায় তিনি বিস্মিত, আবেগ আপ্লুত। সবার জন্য তিনি দোয়া করবেন, তার জন্য যেনো সবাই দোয়া করেন।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর এমন উদ্দ্যোগের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকার শরীষপুর কেন্দ্রীয় জামে মসজিদের।

সিলেটের এই ভিডিওটিকে সাধারন নেটিজেনরা মনে করছেন ইমাম-মোয়াজ্জিনদের প্রতি ভালোবাসা- সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসাবে। হাদিয়া প্রদানের পর এই মোয়াজ্জিনকে সংবর্ধ্বনা দেন স্থানীয় এলাকাবাসী। এসময় স্থানীয় এলাকাবাসী বিদায় নেয়া মোয়াজ্জিনকে নিয়ে আবেগ আপ্লুত স্মৃতিচারন করেন এবং তাদের মতো বিভিন্ন এলাকার মানুষদের ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে তাকে মোটর সাইকেল র‍্যালী দিয়ে তার বাড়িতে পৌছে দেয়া হয়।

Back to top button