বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বাড়ির পাশে একটি খালে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের নাম ফলিক উদ্দিন (৬০), তিনি উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর দক্ষিন পট্রি গ্রামের মৃত মুছব্বির আলীর পুত্র।

শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫ ঘটিকার সময় তার বাড়ির সামনের বুরবুরি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তি গত প্রায় এক বছর থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখোঁজি করে তাকে পাওয়া যায়নি, শুক্রবার বিকালে তার বাড়ির সামনের খালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার এস আই মুশতাক আহমদ ও এস আই রাব্বির নের্তৃত্বে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে।

তার মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে ইউপি সদস্য আফসার উদ্দিন বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ও গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকা থেকে নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ১১নং লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, তিনি জানান, পরিবার স্বাভাবিক মৃত্যুর কথা জানিয়েছে, তারা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

Back to top button