সুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে জইন উদ্দিন নামে এক কৃষক ও শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে তেরাই মিয়া নামে এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালের দিকে শান্তিগঞ্জ উপজেলার খাউয়াজুড়ি হাওরে ওই জেলের মৃত্যু হয়।

এছাড়া ছাতকের বোবরাপুর গ্রামে নিজ বাড়ির সামনে ওই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত জেলে তেরাই মিয়া উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে।

জানা গেছে, বজ্রপাতে মারা যাওয়া তেরাই মিয়া সকালে মাছ ধরতে হাওরে যান। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে বাড়ি ফিরতে শুরু করেন তিনি। বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নিহত জইন উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৬টার দিকে বোবরাপুর গ্রামে নিজ বাড়ির সামনেই তার মৃত্যু হয়।

জানা গেছে, সকালে টানা বৃষ্টির সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন। সকালে হঠাৎ বজ্রপাত তার ওপর পড়ে শরীরের কিছু অংশ পুড়ে যায়। এর পর পরেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button