সিলেট

ইঞ্জিন বিকল হয়ে আটকা পারাবত, সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ

টাইমস ডেস্কঃ ইঞ্জিন বিকল হয়ে সিলেটের মাইজগাও রেলস্টেশনে আটকা পরেছে পারাবত ট্রেন। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটের দিকে আসা পারাবত ট্রেন বেলা সাড়ে ১২ টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও স্টেশনে আসামাত্র ইঞ্জিন বিকল হয়ে পরে।

নুরুল ইসলাম বলেন, বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ চলছে। সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনের সিডিউলে কোন সমস্যা হয়নি জানিয়ে বেলা আড়াইটায় তিনি বলেন, এখন সিলেট থেকে কোন ট্রেন নেই। পারাবত ট্রেনটি সন্ধ্যায় আবার সিলেট থেকে যাবে।

এদিকে, দুইঘন্টার অধিক সময় ধরে ট্রেন স্টেশনে আটকা থাকায় বিপাকে পরেছেন পারাবত ট্রেনের যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে রওয়ানা দেন।

Back to top button